بسم الله الرحمان الرحيم
الحمد لله ربي العالمين و العاقبة للمتقين والصلاة والسلام علي اشرف الانبياء والمرسلين
আমি এই মাদ্রাসা সম্বন্ধে কিছু বলার সুযোগ পাওয়ার জন্য নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি। যদি ও আমার জন্ম এই মাদ্রাসার কাছেই তারপর ও মাদ্রাসার সঙ্গে আমারএত সংযোগ ছিল না যদি না আমি আলিম পড়াশোনা করতাম। আলিম পাশ করার পর থেকে আমি উপলব্ধি করলাম ইসলামের বিস্তার, কোরআনের এবং সুন্নতের চর্চার জন্য মাদ্রাসার শিক্ষার কোন বিকল্প নাই আমি আর ও উপলব্ধি করলাম যখন আমার সম্মানিত বাবা যিনি একাকী এই মাদ্রাসার জন্য তহবিল সংগ্রহ করতেন এবং মাদ্রাসার জরূরী প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছেন। তখন থেকেই আমি এই মাদ্রাসার জন্য নিজেকে পুরোপুরি ভাবে নিয়োজিত করলাম। আমি উপলব্ধি করলাম যখন একজন মানুষ দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে তারা তখন ইহাকেই জীবনের একমাত্র লক্ষ্য মনে করে যাহার উদাহরণ আমার বাবা নিজেই একজন। নিজের পরিবার এবং কাজ পাশে রেখে তিনি এই মাদ্রাসাটিকে এখন পর্যন্ত চলমান রেখেছেন। আমার কথাগুলি মাদ্রাসার জন্য উনার এই কঠোর পরিশ্রমের তুলনায় নিতান্তই সামান্য, কিন্তু ইহাই প্রার্থনা করি আল্লাহ তায়ালা যেন আমার বাবাকে উনার আর্শিবাদ দিয়ে সুস্থ রাখেন এবং উনার ছায়া যেন আমাদের সাথে সবসময় থাকে যাতে আমি ও যেন উনার মত আমার জীবনকে মাদ্রাসার জন্য নিজেকে উৎসর্গ করতে পারি।
এই প্রতিষ্ঠানটি অনেক দিন ধরে এই সমাজকে সেবা করে আসছে এবং এই মাদ্রাসা থেকে অনেক এই এখন আলিম উলামা হয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আল্লাহর তায়ালার সেবায় নিয়োজিত আছেন, তাদের কয়েকজনের সাথে সাক্ষাৎ করে আমি নিজেকে ধন্য মনে করেছি। তারা এই মাদ্রাসার গর্বিত দূত এবং প্রকৃত নিদর্শক। আমি এই মাদ্রাসার সম্প্রসারন এবং ভবিষ্যত কার্যক্রমের জন্য নিজেকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমার লক্ষ্য এই মাদ্রাসার শিক্ষার মান এবং শিক্ষাদান পদ্ধতি যেন এমনভাবে হয়, এখান যেথে যারা আলিম উলামা হবেন তারা ধার্মিক ভাবে, এবং অনন্যা পড়াশুনা যেমন বিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি বিষয়ে উত্তীর্ণ হয়ে নিজেকে সমাজের সবক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা রাখবেন ।
আমাদের সমাজে ইসলামিক শিক্ষার মূল্যবোধ বর্তমানে করূন অবস্থার সম্মুখীন। আমি মনে করি ছাত্রদের মধ্যে ইসলামের মূল্যবোধ জাগানো দরকার। ইহা একটি অত্যন্ত কঠিন কাজ কিন্তু আল্লাহ তায়ালা এবং প্রিয় নবী (সাঃ) এর খাতিরে আমরা ধীরে ধীরে সফল হব ইনশাআল্লাহ।
আমার আন্তরিক ধন্যবাদ এই ওয়েবসাইটের অতিথিদের যারা তাদের মুল্যবান সময় এই মাদ্রাসার জন্য ব্যায় করছেন। আমি অনুরোধ করছি আমার অতিথিদের প্রতিটি বিভাগ দেখার জন্য যাতে করে মাদ্রাসা সম্বন্ধে আপনাদের ভাল একটি ধারনা থাকে। আমি আর ও অনুরোধ করছি আপনারা আমাদের জন্য সবসময় দোআ করবেন যাতে করে আমরা মাদ্রাসাকে আর উন্নতির দিকে নিতে পারি এবং ইসলামের জন্য কাজ করতে পারি। আমি এই ওয়েবসাইট এবং ইহাকে পুর্ণাঙ্গ রূপ দিতে যারা সাহায্য করেছেন তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাদেরকে অপরীসিম রহমত দান করূন।
আমিনI
সাকির আহমেদ(B.A. Hons, M.A, M.A)