بسم الله الرحمن الرحيم

সম্পাশী নেসারূল কোরআন ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রায় ৩৮ বছর আগে পবিত্র কোরআন শরীফের খেদমতের জন্য স্থাপিত হয়েছিল। এই প্রতিষ্ঠানটি সমাজের জন্য ইসলামিক জ্ঞানের বিস্তার লাভের একমাত্র লক্ষ্যে কাজ করছে। এই প্রতিষ্ঠানটি শিক্ষার জন্য প্রাণবিন্দু,বিগত দুই যুগ ধরে ইহা থেকে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশে এবং বিদেশে মুসলিম সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের ইসলামিক শিক্ষা এবং আধ্যাতিক ক্ষেত্রে বিকাশ সাধনের জন্য এই প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সুবিধা দিচ্ছে।

এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং ইহার পৃষ্টপোষকদের দ্বারা এবং এই প্রতিষ্ঠানের আশপাশের মানুষ এবং ইহার ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্যর  দ্বারা পরিচালিত হচ্ছে । অবশ্য এই প্রতিষ্ঠানটি সবদিক দিয়ে স্বাবলম্বী। ইহার অত্যন্ত মূল্যবান সম্পদ  এখানকার ছাত্র এবং এখান থেকে যেসব ছাত্ররা অত্যন্ত সাফল্যের সাথে মাদ্রাসার সুনাম অক্ষূন্য রেখে কামিয়াব হয়েছে। মাদ্রাসাটি উন্নতমানের শিক্ষা এবং শিক্ষামান প্রদানের জন্য আন্তরিকভাবে পরিশ্রম করে যাচ্ছে।

Scroll To Top